স্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ
হাতের ঘড়ির কাঁটায় সকাল সাড়ে ১১ টা। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটারদের কোন দীর্ঘ লাইন নেই। এরই মধ্যে কেন্দ্রে ঢুকলেন একজন তরুণী। মুখে মুখে উচ্ছ্বাসের ছাপ দেখে প্রশ্ন করতেই জানালেন, জীবনে প্রথমবার ভোট দিতে এসেছেন তিনি। তাই অনেক খুশি ভোটার লাবনী।
এই তরুণীর নাম লাবণী খাতুন (১৯)। তিনি পাইককান্দি গ্রামের ফরিদ খানের মেয়ে। ২০২৩ সালে বালিয়াকান্দি সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে নার্সিংয়ে ভর্তি হওয়ার চেষ্টা করছেন লাবণী।
ভোট দিয়ে বের হয়ে আগ্রহ নিয়ে লাবণী বলেন, জীবনের প্রথম ভোট দিতে এসেছি। ভোট কেন্দ্রে আসার আগে মানুষ বলছিল- কেন্দ্রে গিয়ে কী লাভ? যেও না। কিন্তু এখানে এসে দেখেছি কোনও ঝামেলা নেই। সবাই সুন্দর পরিবেশে ভোট দিচ্ছেন। আমিও সুন্দরভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। পছন্দের প্রার্থী যাতে জিততে পারেন এই প্রত্যাশা করছি।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজবাড়ীর পাঁচটি উপজেলার মধ্যে সদর, গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এ ভোট একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।