শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে পুলিশি অভিযানে ৯ জন গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী :রাজবাড়ীর পাংশা থানা পুলিশের অভিযানে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) বিকালে পাংশা থানার (ওসি) স্বপন কুমার মজুমদার বিষযটি নিশ্চিত করেছেন।

গ্রেফতারদের মধ্যে ১৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইফুল ইসলাম (৩২) ও আলাউদ্দিন (৩৩) নামে ২ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পূর্বের ২টি মামলা রয়েছে।

জানা যায়, পাংশা থানাধীন চর ঝিকড়ী মধ্যপাড়া থেকে মাদক ব্যবসায়ী মো. সাইফুল ইসলামকে ৮৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। সে চর ঝিজরী গ্রামের মো. জয়নাল মল্লিকের ছেলে। মাছপাড়া ইউনিয়নের নওপাড়া থেকে মাদক ব্যবসায়ী আলাউদ্দিন মিয়া কে ৫৫ পিস ইয়ারা ট্যাবলেটসহ আটক করা হয়। সে নওপাড়া গ্রামের মৃত মোশারফ মিয়ার ছেলে।

এছাড়া পাংশা থানার প্রত্যন্ত অঞ্চল থেকে পরোয়ানাভুক্ত ৬ জন আসামি মোসা. কল্পনা আক্তার (৩৩) , মোছা. আলপনা খাতুন (৩৫),  মোছা. আছমা খাতুন (৪২),  মো. তসলিম (২৬) ও মো. জিল্লুর রহমান (৩৪) এবং মোছা. রেবেকা খাতুন (২৩)-কে গ্রেফতার করা হয়।

অপরদিকে পাট্টা ইউনিয়নের মুচিদহ গ্রাম থেকে নিয়মিত মামলার আসামী মো. আমিরুল ইসলাম (৪২)-কে গ্রেফতার করা হয়। সে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার কাশিনাপুর গ্রামের আলম লস্করের ছেলে।

পরে আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি স্বপন কুমার মজুমদার।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত