মোঃ আমিরুল হক, রাজবাড়ীঃরাজবাড়ীর পাংশায় থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার ১ আসামিসহ মোট ৩ জন নিয়মিত মামলার আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে নিশ্চিত করেন অফিসার ইনচার্জ (ওসি) ‘স্বপন কুমার মজুমদার’।
তিনি বলেন, পাংশা থানার যশাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণির ছাত্রী মোছা. সুপ্তা খাতুন (১০) এর ধর্ষণ মামলার পলাতক আসামি মো. নজরুল ইসলাম দুলাল বিশ্বাস (৫৯) কে গ্রেফতার করেছে পুলিশ। সে যশাই গ্রামের মো. মোজ্জাম্মেল বিশ্বাসের ছেলে।
এছাড়াও, পাট্টা ইউনিয়নের পাট্টা এলাকা হতে কিয়াম উদ্দিনের ছেলে নিয়মিত মামলার আসামি রাশিদুল (৩৩) ও ঢেঁকি পাড়া গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে রফিক শেখ (৪২) কে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতার হওয়ার ৩ আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় পুলিশ।