রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি
রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে দুই ভাই বোনকে কামড়, সাপ ও রোগী নিয়ে হাসপাতাল স্বজনরা

মোহাম্মদ আমিরুল হক, রাজবাড়ীঃ

রাজবাড়ী পাংশায় আপন দুই ভাই-বোন সাপের কামড়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তারা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণ খোলা গ্রামের কৃষক উজির আলী মন্ডল এর নবম শ্রেণীতে পড়ুয়া ছেলে রিফাত মন্ডল ও তার ছয় বছরের মেয়ে জান্নাতি ফাতেমা।

রবিবার (২৩ জুন) রাত আটটার দিকে ঘরের পেছনে রাস্তায় বসে দুই ভাই-বোন মোবাইলে গেম খেলার সময় তাদেরকে সাপে কামড় দেয়।

এ সময় তারা চিৎকার করলে লোকজন এগিয়ে এসে সাপটি মেরে ফেলে। পরে সাপসহ পাংশা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিষধর সাপ নয় বলে সনাক্ত করেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আহমেদ তিথী বলেন, দুইজন সাপে কাটা রোগীর রাতে ভর্তি হয়েছে আমরা তাদেরকে পর্যবেক্ষণে রেখেছি। এখন পর্যন্ত তারা দুজনই সুস্থ আছে।

সম্পর্কিত