মোঃ আমিরুল হক, রাজবাড়ী ঃরাজবাড়ীতে চলন্ত ট্রাক থেকে মালামাল চুরির নামানোর সময় একজনকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে আরও দুই জনকে আটকসহ বিপুল মালামাল উদ্ধার করা হয়।
বুধবার (৭ ফেব্রুয়ারি) ভোরে রাজবাড়ী জুট মিলের সামনে ও খানখানাপুর ইউনিয়নের বেপারীপাড়া এলাকা থেকে তাদের আটক ও চোরাই মালামাল উদ্ধার করা হয়। পরে রাজবাড়ী থানায় তিন জনের নামে মামলা করা হয়।
গ্রেপ্তাররা হলেন- হেলাল শেখ, নুরুল ইসলাম বিশ্বাস ও বাদশা বিশ্বাস। তারা সবাই রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা।
রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ ইফতেখায়রুল আলম জানান, বুধবার সকালে রাজবাড়ী জুট মিল এলাকায় চলন্ত ট্রাক থেকে বিভিন্ন মালামাল রাস্তায় ফেলা দেখে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে অভিযান চালিয়ে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের বেপারীপাড়া এলাকা থেকে ওই চক্রের আরও দুই সদস্যকে আটক করা হয়। এসময় পুলিশ চোরাই মালামাল রাখার একটি গুদামের সন্ধান পায়।
তিনি জানা, ওই গুদামে একটি ডিপ ফ্রিজ, একটি টেলিভিশন, চারটি গ্যাস সিলিন্ডার, একটি ব্যাটারি, একটি মটর, বিপুল পরিমাল চায়ের পাতি, হুইল পাউডার, থানকাপড়, গেঞ্জি, প্যান্ট, একটি চুরির কাজে ব্যবহৃত থ্রি হুইলারসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়।