সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে কৃষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ

” আর করবো না ধানের চাষ, দেখি তোরা কি খাস ” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ির কালুখালীতে অনুষ্ঠিত হয়েছে কৃষক সমিতির মানববন্ধন ও স্মারক লিপি প্রদান।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে জেলার কালুখালী উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ কৃষক সমিতি কালুখালী উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও ফারুক লিপি প্রদানের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বক্তাগণ বলেন, দেশের কৃষকরা বর্তমানে একশ্রেণীর পুঁজিবাদ মানুষের কাছে জিম্মি হয়ে পড়েছে। সরকার নির্ধারিত দাম সঠিকভাবে কৃষককে প্রদান করা হয় না। সরকারিভাবে কৃষকের নিকট থেকে ধান ক্রয়ের নির্দেশনা থাকলেও সেটা মানছে না গোডাউন কর্তৃপক্ষ। তাদের সাজানো দালালদের নিকট থেকে ধান ক্রয় করে গোডাউন ভর্তি করে। যার কারণে দালালদের নিকট জিম্মি হয়ে পড়েছে দেশের প্রান্তিক কৃষক। প্রতিটি ইউনিয়নে একটি করে সরকারি ধান ক্রয় কেন্দ্রের ব্যবস্থা করতে হবে। সেই সাথে কৃষি কাজের ব্যবহৃত সকল প্রকার পণ্যের দাম ভর্তুকি মূল্য দিয়ে কৃষকের হাতে তুলে দিতে হবে।

তারা আরো বলেন, এলাকার বিভিন্ন হাটবাজারে কৃষকের উৎপাদিত পেঁয়াজ বিক্রি করতে গেলে প্রতিমান পিয়াজে তিন থেকে চার কেজি ধরন দিতে হয়। এরপর রয়েছে খাজনার বিশাল সমস্যা। এক মন পিয়াজ বাজারে নিলে ২ কেজির উপরে খাজনা তুলে নাই ইতাদ্দার গান। যার কারণে প্রান্তিক কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছে পদে পদে।
ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয় বিভিন্ন ছোটখাটো দোকানগুলোতে মূল্য তালিকা না থাকাই জরিমানা করেন। যেখানে একটি হার্ট বিক্রি হয় লক্ষ লক্ষ টাকায় সেখানে ইজারদারদের নেই কোন খাজনা নেওয়ার মূল্য তালিকা। তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে কৃষকের নিকট থেকে যেমনির সাথে এমন খাজনা তোলেন। প্রতিটি হাটবাজারে খাজনার মূল্য তালিকা প্রদর্শনের দাবিও করেন তারা।

বাংলাদেশ কৃষক সমিতি কালুখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস আলী খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখ সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, সহ-সভাপতি আব্দুস সামাদ মিয়া, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কার্যকরী সদস্য কারি শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।

সম্পর্কিত