রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে কুয়েতি ফাউন্ডেশনের উদ্যোগে মাশব্যাপী ইফতার সামগ্রী বিতরণ

মোঃ আমিরুল হক, রাজবাড়ীঃরাজবাড়ীতে আল নিমা এন্ড নুর কুয়েতি ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের মধুরদিয়া গ্রামে আল নিমা এন্ড নুর কুয়েতি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম শিকদারের বাড়ির আঙিনায় মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী অসহায় মানুষের মাঝে এক বস্তা চাউল সহ ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে।

৮ রোজায় ১০০ অসহায় পরিবারের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে ইফতার সামগ্রী মধ্যে ছিল, ২৫ কেজির এক বস্তা চাউল, দুই লিটার সয়াবিন তেল, মুড়ি ১ কেজি, চিড়া ২ কেজি, পিঁয়াজ ২ কেজি,, রসুন ৫০০ গ্রাম , খেজুর ২ কেজি, চিনি ২ কেজি, ছোলা ২ কেজি, সেমাই দুই প্যাকেট ,গুড়া দুধ দুই প্যাকেট , কিশমিশ দুই প্যাকেট , মুসুরির ডাল ২ কেজি, আলু ২ কেজি।

এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, ভান্ডারিয়া মাদ্রাসার ছোট হুজুর মোস্তফা সিরাজুল কবির, আলনিমা নুর এন্ড কুয়েতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, আলনিমা নুর এন্ড কুয়েতি ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আশরাফুল আলম তিতাস, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শফিকুল ইসলাম, জেলা চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুস সালাম মন্ডল সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

আলনিমা নুর এন্ড কুয়েতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার বলেন, আমরা দীর্ঘ কয়েক বছর যাবত অসচ্ছল মানুষের মাঝে বিনামূল্যে ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার সামগ্রী ও ঈদ সামগ্রী বিতরণ করে আসছি। আল মিনা নূর এন্ড কুয়েতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই প্রোগ্রাম অব্যাহত থাকবে। এই ফাউন্ডেশন সকল মানুষের মুখে আনন্দের ছোঁয়া দেখতে চায়।

সম্পর্কিত