সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে ওয়ান শুটার গান ও মাদকসহ এক তরুণ গ্রেফতার

আমিরুল হক,রাজবাড়ী প্রতিনিধি:রাজবাড়ীতে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান ও ইয়াবাসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১৯ জানুয়ারী) দুপুরে সদর উপজেলার বড় চরবেনিনগর গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আগ্নেয়াস্ত্র রাখা সন্ত্রাসী সাব্বির মণ্ডল (২৫) রাজবাড়ী সদর উপজেলার বড় চরবেনিনগর গ্রামের বিল্লাল মণ্ডলের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, মাদক ও অস্ত্র কেনাবেচার গোপন খবরের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলার বড় চরবেনিনগর গ্রামে চালানো এ অভিযানে সাব্বির মণ্ডলকে ২৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী এবং তার দেখানো স্থান থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান উদ্ধার করাসহ তাকে গ্রেফতার করা হয়।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান খান জানান,গ্রেফতারকৃত সাব্বির মণ্ডলের বিরুদ্ধে চারটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক আরও দুইটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত