কবালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি:রাজবাড়ীর বালিয়াকান্দিতে ঈদের আনন্দে পটকা ফুটাতে গিয়ে মোটরসাইকেল ভস্মিভূত হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭ টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কুরশি গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানিয়েছেন, ঈদের আনন্দে পটকা ফুটাতে গিয়ে উপজেলার নবাবপুর ইউনিয়নের কুরশী গ্রামের মোঃ আসিব শেখের ছেলে মোঃ পারভেজ শেখের একটি হাংক মোটরসাইকেল পুড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বাদশা আলমগীর। তবে মোটরসাইকেল ভস্মিভূত হলেও কারো কোন ক্ষতি হয়নি।