স্টাফ রিপোর্টার, রাজবাড়ী:
রাজবাড়ীতে ব্যাটারী চালিত অটোবাইক চাপায় আলিফ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের হরিণধরা এলাকার মোঃ হাফিজের ছেলে।
আজ শুক্রবার (২৮ জুন) সন্ধ্যা ৬ টার সময় সদর উপজেলার চন্দনী ইউনিয়নের তালতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইফতে খারুল আলম প্রধান বলেন, শুক্রবার বিকেলে হঠাৎ করে দৌড়ে এসে ওই শিশুটি ব্যাটারী চালিত অটোবাইকের নিচে চাপা পড়ে।
এ সময় সে গুরুতর আহত হলে স্থানীয়রা রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে অভিযান চালিয়ে অটোবাইকটিকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।