মার্চ ২৩, ২০২৩ ৩:০৮ বিকাল



রহস্যজনক অবস্থায় দশম শ্রেণির ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার!

 

ইখতিয়ার উদ্দীন আজাদ, বিশেষ প্রতিনিধি:

রহস্যজনক অবস্থায় শ্রাবণী রাণী (১৫) নামে এক দশম শ্রেণির ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ ।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ৩ নং আকঁচা ইউনিয়নের পল্টন নামক এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, ঘটনা স্থলে আমরা পরিদর্শন করেছি। ঘটনা তদন্ত সাপেক্ষ জানা যাবে।

শ্রাবণী রাণী সিএম আইয়ুব উচ্চ বিদ্যালয়ের শ্রাবণী রাণী (১৫) নামে এক দশম শ্রেণির ছাত্রী।

খবর পেয়ে নিহত স্কুল ছাত্রী শ্রাবণী রানী রায় (১৫) এর বাসায় তার স্বজনদের সমবেদনা জানাতে ছুটে যান ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম । এসময় তার সাথে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, ঘটনা স্থলে আমরা এসেছি। ঘটনা তদন্ত সাপেক্ষ জানা যাবে।
তিনি আরো বলেন, এটি একটি রহস্যজনক হত্যা!



Comments are closed.

      আরও নিউজ