নিউজ ডেক্সঃ
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন সরকার দলীয় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুতফা ডালিয়া।
আজ বিকেলে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেনের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।
রসিক সিটি নির্বাচনে দল থেকে মনোনয়ন দেয়ায় এ সময় দলীয় প্রধান শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ডালিয়া। তিনি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে জয়লাভের ব্যাপারে আশাবাদী।
দলীয় মেয়র প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া বলেন, আগামী ২৭ ডিসেম্বর নির্বাচনে রংপুর নগরীর মানুষ নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে উদগ্রীব হয়ে আছেন।
সিটি নির্বাচনে দল থেকে মনোনয়ন দেয়ায় এ সময় দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।
এসময় দলীয় সরকারের মনোনীত মেয়র প্রার্থী সাথে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি।
রংপুর মহানগর আওয়ামী লীগের ত্যাগী ও সংগ্রামী সাধারণ সম্পাদক, বাবু তুষার কান্তি মন্ডল।
রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু। আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী নেতৃবৃন্দগণ সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।