বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

রংপুর বিভাগীয় বইমেলার বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো শহীদ মুখতার ইলাহী হল

ক্যাম্পাস প্রতিনিধি (বেরোবি): রংপুর বিভাগীয় বইমেলা-২০২৪ উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হল।

বৃহস্পতিবার (১৬ মে) রংপুর পাবলিক লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলকে ২-১ ব্যালটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় শহীদ মুখতার ইলাহী হল। শুক্রবার প্রতিযোগিতাটির পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বিজয়ী দলের হয়ে দলনেতা হিসেবে বিতর্কে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাঈদুর জামান বাপ্পি। এ ছাড়াও, প্রথম বক্তা ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জীবন প্রধান ওহি এবং দ্বিতীয় বক্তা ছিলেন গণিত বিভাগের খাদিমুল সরকার।

বিতর্কের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন শহীদ মুখতার ইলাহী হলের সাঈদুর জামান বাপ্পি এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের যুথী রানী।

বিজয় দলের দলনেতা সাঈদুর জামান বাপ্পি বলেন, বিজয়ী হতে পেরে আনন্দ লাগছে। তবে চিরকালই বিতর্ককে মানুষ ‘চশমা আঁটা’ ভালো ছাত্রদের একচেটিয়া অধিকার মনে করে এসেছে। পাশাপাশি, সময়ের সঙ্গে বিতর্কের বিরুদ্ধে অনেক মতামতও তৈরি হয়েছে। কিন্তু লাইফ স্কিল বা জ্ঞানের পরিধি বাড়াতে বিতর্ক এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, ভবিষ্যতেও রাখবে। আয়োজকদের ধন্যবাদ এমন আয়োজনের জন্য।

উবস/আরএ

সম্পর্কিত