মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

রংপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

রুশাইদ আহমেদ, বেরোবি:

রংপুরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। আজ স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে রংপুরের তাজহাট থানার অন্তর্গত গলাকাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কুড়িগ্রাম থেকে আসা ভাই-বোন ক্লাসিকের একটি বাস রংপুরের মডার্ন মোড় যাওয়ার পথে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের গলাকাটা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে জায়গা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনাটি ঘটার পরপরই স্থানীয় লোকদের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা বাস থেকে যাত্রীদের উদ্ধার করেন। তবে এ ঘটনায় কারো গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সম্পর্কিত