রুশাইদ আহমেদ, বেরোবি:
রংপুরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। আজ স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে রংপুরের তাজহাট থানার অন্তর্গত গলাকাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কুড়িগ্রাম থেকে আসা ভাই-বোন ক্লাসিকের একটি বাস রংপুরের মডার্ন মোড় যাওয়ার পথে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের গলাকাটা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে জায়গা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনাটি ঘটার পরপরই স্থানীয় লোকদের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা বাস থেকে যাত্রীদের উদ্ধার করেন। তবে এ ঘটনায় কারো গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।