নিজস্ব প্রতিনিধিঃ রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের পুটিমারীতে আদর্শ যুব কর্ম সংস্থা ফাউন্ডেশনের আর্থিক সহায়তায়,সমন্বিত গ্রামীন উন্নয়ন কর্মসূচি (আইআরডিপি)’র ইউনিয়ন হেলথ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় কমিউনিটি হেলথ কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
শনিবার(২রা মার্চ) দুপুরে কমিউনিটি হেলথ কমপ্লেক্সের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন প্রকল্পটির পরিচালক মোস্তফা কামাল রাসেল।
এ সময় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআরডিপি’র পরিচালক মোঃ শফিকুল ইসলাম,চিফ কো-অর্ডিনেটর সাজেদুর রহমান,সুপারভাইজার লিপি রানী,প্রদীপ কুমার আচার্য্য,ড্রাইভার আল-আমীন।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন রংপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. ফিরোজ কবীর চৌধুরী গুঞ্জন,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন চৌধুরী, শ্যামপুর সুগার মিলের সাবেক শ্রমিক সেক্রেটারি মোহাম্মদ রাজা মিয়া এবং সাবেক মেম্বার আব্দুল মালেক(হিটলার),জমিদাতা আব্দুল হালিম সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত হেলথ কমপ্লেক্সের নির্মাণ কাজ করছেন মেসার্স ফারুক ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।