জুন ২, ২০২৩ ১:৪৪ বিকাল



রংপুরে,করোনা ভাইরাসের কারণে চলতি মাসের মেস ভাড়া নিবেন না মালিক

নাজমুল ইসলাম, রংপুর প্রতিনিধি

করোনা ভাইরাসের কারণে চলিত মাসের রমিছা সরকার নীড় ছাত্রাবাসের ভাড়া নেবেন না।দেশের এই পরিস্থিতি মানবিক দিক বিবেচনা করে নিজ উদ্যোগে মহানুভবতা পরিচয় দিয়েছেন।সরকার রওশন আলিফ সজীব, জানালেন, শালবন মিস্থিপাড়া,শিয়ালুমোড় রংপুর আই ই টি কলেজ এর পাশে তার ২১ টি সিট বিশিষ্ট একটা মেস আছে।করোনাভাইরাসের কারণে অনেকর হয় তো পারিবারিক আর্থিক সংকটও তৈরি হয়েছে।তাই মেসের ছাত্রদের কাছে মার্চ মাসের ভাড়া না নেওয়ার সিন্ধান্ত নিয়েছেন।তিনি ওনার মত করে, সবাইকে যে যার সামর্থ্যমত মানুষের পাশে থাকার আহব্বান করছেন।শিগগিরই এই সংকটময় থেকে মুক্তি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন



Comments are closed.

      আরও নিউজ