বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

যাদুরচর ইউনিয়ন যুব মহিলা লীগের জাতীয় শোক দিবস পালন

প্রতিনিধি, কুড়িগ্রাম:
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অগষ্ট) সকালে যাদুরচর ইউনিয়ন যুব মহিলা লীগের উদ্যোগে এ আলোচনা সভা-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে যাদুরচর ইউনিয়ন যুব মহিলা লীগের আহ্বায়ক পারভীন আক্তার হাসির নেতৃত্বে যাদুরচর উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে কর্তিমারী বাজারস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয় পর্যন্ত র্যাযলী করে। পরে যাদুরচর উচ্চ বিদ্যালয়ে এসে পারভীন আক্তার হাসির সভাপতিত্বে ও সদস্য সচীব জহুরা খাতুনের সঞ্চালনায় শোক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, যাদুরচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোশারফ হোসেন। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এসময় উপস্থিত ছাত্রছাত্রীদের মাঝে বঙ্গবন্ধুর জীবনী উল্লেখসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বক্তারা বলেন, যারা বঙ্গবন্ধুকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছিল, তারাই ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বঙ্গবন্ধু সারাজীবন দেশের জন্য দিয়ে গেছেন। সেই বঙ্গবন্ধুকে সপরিবারে জীবন দিতে হলো। এর চেয়ে কলঙ্কময় অধ্যায় আর কিছু নেই। বক্তরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহিদের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহিদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্টিত হয়।

সম্পর্কিত