শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

মোহাম্মদপুর ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ

মোঃ গোলাম মোরশেদঃপাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ২২৬ জন দুস্তদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

৬ নং মোহাম্মাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রবিউল আলম চৌধুরী পিন্টুর সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সচিব শ্রীঃ বিপ্লব সরকার,হিসাব সহকারী মোছাঃ রেজুয়ানা আক্তার, ইউপি সদস্য মোঃ নুরুন্নবী,মোঃ আনোয়ার হোসেন আজম ,শ্রীঃ গৌর চন্দ্র প্রধান, সংরক্ষিত মহিলা সদস্য বেবি নাজমীন, মোছাঃ রশিদা আক্তার ও মোছাঃ শিল্পী নাহার, প্রমুখ।
মহিলা অধিদপ্তরের আওতাধীন ২০২৩-২৪ চক্রের উপকারভোগীদের প্রতি মাসে ২০০ টাকা করে স্ব-স্ব হিসাব নম্বরে জমা রেখে প্রতি জনকে ৩০ কেজির এক বস্তা চাল প্রদান করা হবে। উক্ত উপকারভোগীরা দুই বছর পর তাদের সঞ্চয় হিসাবের সমদয় টাকা ফেরত পাবে বলে ইউপি চেয়ারম্যান জানান। উদ্বোধনী দিনে ইউপির ২২৬ জন উপকারভোগীকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত