বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি
বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

মোহনপুরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

মশিউর রহমান,স্টাফ রিপোর্টারঃ রাজশাহী মোহনপুর উপজেলা ৪নং মৌগাছী ইউনিয়নে মোহনপুর থানার আয়োজনে, আজ ২৫(নভেম্বর)২০২৩ ইং রোজ শনিবার বিকালে,পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি ; তথ্য দিন সেবা নিন এই শ্লোগানগুলোকে সামনে রেখে মৌগাছী ইউনিয়ন পরিষদের হল রুমে পুলিশিং সংক্রান্তে মতবিনিময় সভা ও বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সভায় বিষয়াবলি ছিলো, প্রতিটি বিটে ইনচার্জ হিসেবে রয়েছে একজন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা। জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল এবং ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা। বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূ করতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং স্বাগত বক্তব্য দেন, মোহনপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) হরিদাস মন্ডল, এস আই দেবাশীষ,আরও উপস্থিত ছিলেন, ইউপি,সদস্য কামাল হোসেন,গ্রামপুলিশ এবং এলাকার সুধিজন,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোর্তজা,বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা,সমাজসেবক মুন্জুরুল সরকার,সাজ্জাদ হোসেন,আসাদুল ইসলাম, গণ্যমান্যব্যক্তিবর্গ ও সাংবাদিক, এফডি আর:- ফয়সাল, সৈয়দ আব্দুল হালিম,

বিট পুলিশিং সভায় বক্তাগণ সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে জেলা পুলিশের কার্যকর ভূমিকার জন্য ভূয়সী প্রশংসা করেন ও ধন্যবাদ জানান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাশিত ‘জনগণের পুলিশ’ হিসেবে আপামর জনসাধা

সম্পর্কিত