রবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি
রবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

মোরেলগঞ্জে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্ধোধন

কলি আক্তার মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে হয়েছে ২ দিনব্যাপীবিজ্ঞান মেলা ও ৮ম জাতীয় অলিম্পিয়াড এর উদ্ধোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো.শাহ্-ই-আলম বাচ্চু । উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন ফহিমা ছাবুল।
“শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয়ের ওপর স্বাগত বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. মুস্তাফিজুর রহমান, অধ্যাপক জাকির হোসেন রিয়াজ, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন, যুবলীগ নেতা মো. রাসেল হাওলাদার।
২ দিনব্যাপী এ বিজ্ঞান মেলায় সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ ১৮টি প্রতিষ্ঠান তাদের আবিষ্কার নিয়ে ষ্টল প্রদর্শন করেছে।

সম্পর্কিত