মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়ের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল হয়েছে। মঙ্গলবার বেলা ১০টার দিকে হাসপাতালের সামনের সড়কে স্থানীয় শতাধিক ভুক্তভোগী নারী, পুরুষ এ কর্মসূচিতে অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তৃতা করেন শাহ আলম শেখ, রুহুল আমীন, মশিউর রহমান, মনিরুজ্জামান শিল্পী, সাইদুর রহমান, আসাদুজ্জামান প্রিন্স, মো. সাইফুল ইসলাম মুন্সি, সেলিম খান ও মহসিনুল ইসলাম প্রিন্স।
বক্তারা অনতিবিলম্বে ডা. শর্মী রায়ের পদত্যাগ দাবি করেন। ডা. শর্মী রায়ের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন তারা। প্রশিক্ষণজনিত প্রয়োজনে এ সময় ডা. শর্মী রায় হাসপাতালে ছিলন না।
এ বিষয়ে জানতে চাইলে ডা. শর্মী রায় বলেন, একটি মহল অনেক আগে থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে। আজকের কর্মসূচিও তারই অংশ।