বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল

মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়ের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল হয়েছে। মঙ্গলবার বেলা ১০টার দিকে হাসপাতালের সামনের সড়কে স্থানীয় শতাধিক ভুক্তভোগী নারী, পুরুষ এ কর্মসূচিতে অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বক্তৃতা করেন শাহ আলম শেখ, রুহুল আমীন, মশিউর রহমান, মনিরুজ্জামান শিল্পী, সাইদুর রহমান, আসাদুজ্জামান প্রিন্স, মো. সাইফুল ইসলাম মুন্সি, সেলিম খান ও মহসিনুল ইসলাম প্রিন্স।

বক্তারা অনতিবিলম্বে ডা. শর্মী রায়ের পদত্যাগ দাবি করেন। ডা. শর্মী রায়ের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন তারা। প্রশিক্ষণজনিত প্রয়োজনে এ সময় ডা. শর্মী রায় হাসপাতালে ছিলন না।

এ বিষয়ে জানতে চাইলে ডা. শর্মী রায় বলেন, একটি মহল অনেক আগে থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে। আজকের কর্মসূচিও তারই অংশ।

সম্পর্কিত