বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনা নিহত-১

কলি আক্তার মোরেলগঞ্জ প্রতিনিধিঃবাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। নিহত ব্যাক্তি হচ্ছেন শরণখোলা উপজেলার মাতৃভাষা কলেজের করনিক মো.রেজাউল ইসলাম নান্নু ফরাজি(৫৭)। সে খাউলিয়া ইউনিয়নের বড়পরি গ্রামের নুরুল ইসলাম ফরাজীর ছেলে।

মঙ্গলবার বেলা ৯ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পল্লীমঙ্গল বাজার এলাকায় একটি লোকাল বাস যাত্রীবাহী ইজিবাইক ও কয়েকজন পথচারীকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় নান্নু ফরাজিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়ার পথে বেলা ১০ টার দিকে সে মারা যায়। তার মরদেহ এখন মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনায় অপর আহতরা হচ্ছেন রবিউল ইসলাম(১৮), সম্রাট হাওলাদার (২০), আমির হোসেন মোল্লা(৬০) ও সবুজ শেখ(২৫)।

মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন এ ঘটনার সত্যাতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কেউ এখনো অভিযোগ দায়ের করেনি।

সম্পর্কিত