বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

মোরেলগঞ্জে বৃদ্ধ ভ্যানশ্রমিককে হত্যার অভিযোগে আটক-১

মোরেলগঞ্জ প্রতিনিধিঃবাগেরহাটের মোরেলগঞ্জে ছত্তার তালুকদার(৬৫) নামে এক বৃদ্ধ ভ্যান শ্রমিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা ৭ টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার উত্তর সরালিয়া গ্রামে সীমানা বিরোধের জের ধরে এ হত্যার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন নিহতের স্ত্রী ফরিদা বেগম।

ফরিদা বেগম বলেন, সকালে তার স্বামী বাড়ির সীমানায় ঘেরাবেড়ার কাজ করতে গেলে প্রতিবেশি লোকমান শেখের স্ত্রী মনিরা বেগম বাঁধা দেয়। তর্কের এক পর্যায়ে মনিরা বেগম ছত্তার তালুকদারকে ধাক্কা দিলে ঘটনাস্থলে পড়ে মারা যায়।

এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, পরিবার দুটির মধ্যে সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। আজ বেড়া দেওয়ার সময় বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনায় ছত্তার তালুকদার মারা যায়। তার মরদেহ উদ্ধার করে পোষ্ট মর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মনিরা বেগমকে আটক করা হয়েছে।

সম্পর্কিত