মার্চ ২৫, ২০২৩ ১০:৫৯ বিকাল



মোংলায় ওয়াইল্ডটিমের কমিউনিটি বায়োলজি ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন

মোংলায় ওয়াইল্ডটিমের কমিউনিটি বায়োলজি ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন

শেখ রাফসান মোংলা বাগেরহাট প্রতিনিধি।

মোংলার ঐতিহ্যবাহী সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষা ও সেবামূলক সংগঠন ওয়াইল্ডটিমের উদ্ধেগে কমিউনিটি বায়োলজি ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৮ ই ডিসেম্বর বুধবার সকাল ১১ টায়
কমিউনিটি বায়োলজি ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন করা হয় Iucn kfw এর আর্থিক সহযোগিতায় ওয়াইল্ডটিমের উদ্যোগে।

মোংলা থানার চিলা ইউনিয়নের চাঁদপাই রেঞ্জের জয়মনি কমিউনিটি বায়োলজি ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন করা হয়। উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।ওয়াইল্ডটিম চেয়ারম্যান – জনাব এনামউল , ওয়াইল্ডটিম সিইও আনোয়ারুল ইসলাম। ওয়াইল্ডটিম
সিএম সির সভাপতি -জনাব গাজী জহুরুল ইসলাম, সিএমসির সহ- সভাপতি
জনাব শুকুরুজ্জামান হাওলাদার, চাঁদপাই নৌ থানার অফিসার ইনচার্জ জনাব আবুল হোসেন শরীফ ।আরো উপস্হিত ছিলেন কেনিয়া , কানাডা,ইংল্যান্ড সহ অনেক দেশের নাগরিকবৃন্দ এছাড়াও ভিটিআরটি টাইগার স্কাউট ওয়াইল্ডটিমের সকল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



Comments are closed.

      আরও নিউজ