মার্চ ২৩, ২০২৩ ২:৪৪ বিকাল



মোংলার ময়লাপোঁতায় অসহায় মানুষের পাশে যুব সমাজ কল্যাণ সংঘর ব্যতিক্রম উদ্যোগ

মোংলা প্রতিনিধিঃ

করোনা সংকট মোকাবেলায় মোংলায় ময়লাপোঁতার পূর্বের ন্যায় যুব সমাজ কল্যাণ সংঘ সংগঠনের সকল উপদেষ্টা, এলাকাবাসী এবং দল-মত নির্বিশেষে সবার সহযোগিতায় ঐক্যবদ্ধ হয়ে এই এলাকায় অসহায় পরিবারদেরকে খাদ্যদ্রব্য তুলে দেয়ার জন্য এই ব্যতিক্রম ব্যবস্থা নেয়া হয়েছে।

এই করোনা সংকটকালে
মোংলা বিভিন্ন স্তরের যে সমস্ত মানুষ কারোর কাছে হাত পাততে পারে না তাদেরকে একটুখানি সহযোগিতা করার জন্য এই উদ্যোগ।

এই যুব সমাজ জানিয়েছে- প্রচার প্রচারণার জন্য আমরা এই উদ্যোগ নেয়নি আমরা অসহায় মানুষের পাশে একটুখানি কষ্ট দূর করার জন্য রাতের আঁধারে বাড়ির সামনে গিয়ে খাদ্যদ্রব্য রেখে আসার ব্যবস্থা নিয়েছি এবং সকলের সহযোগিতা পেয়েছি এবং এলাকাবাসী আমাদের কে সাধুবাদ জানিয়েছে ও অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানিয়েছে এ রকম এর উদ্যোগ নিজ নিজ এলাকায় প্রত্যেক
যুব সমাজকে এগিয়ে আসা উচিত।



Comments are closed.

      আরও নিউজ