সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মেট্রোরেলে ভ্যাট আরোপের সিদ্ধান্তকে ভুল বললেন ওবায়দুল কাদের

ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা মেট্রোরেলের ব্র্যান্ডিং সেমিনারে সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উত্তরবঙ্গের সংবাদ ডেস্ক: মেট্রোরেলে ভ্যাট আরোপ করার সিদ্ধান্ত নেওয়াকে ভুল বলে মন্তব্য করেছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (১৯ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা মেট্রোরেলের ব্র্যান্ডিং সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আমাদের জাতীয় রাজস্ব ব্যুরো (এনবিআর) মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করেছে। এটা হতে পারে না। এটা অবশ্যই ভুল সিদ্ধান্ত। ভারতে মেট্রোরেলে কি ভ্যাট আছে? ভারতে যখন ভ্যাট নেই, আমরা (বাংলাদেশে) কেন (ভ্যাট আরোপ) করব? প্রধানমন্ত্রীকে বিষয়টি অবগত করা হয়েছে। তিনি বিষয়টি বিবেচনা করবেন।

এ সময় তিনি মেট্রোরেলকে বাংলাদেশের ‘জাতীয় সম্পদ’ আখ্যা দিয়ে বলেন, আমাদের মেট্রোরেল অনেক সুন্দর, শব্দদূষণ নেই। অথচ এর পিলারগুলো পোস্টার দিয়ে ছেঁয়ে ফেলা হয়েছে। এ ছাড়াও, আশপাশের স্থানগুলোও অপরিচ্ছন্ন নোংরা হয়ে পড়ছে দিনদিন।

তিনি আরও বলেন,  মেট্রোরেল আমাদের সম্পদ। আমাদের লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে ৬টি এমআরটি লাইনের কাজ শেষ করা। যার মধ্যে ১ ও ৫ এর গ্রাউন্ড ম্যাপিং হয়ে গেছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল্লাহ নূরীর সভাপতিত্বে এ সময় সেমিনারটিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজওয়ান আহমেদ তৌফিক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যাসোসিয়েশনের (জাইকা) বাংলাদেশ প্রতিনিধি ইচিগুচি তোমোহোদি প্রমুখ।

উবস/আরএ

সম্পর্কিত