শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

মৃত ছেলের গালে শেষ চুম্বন বাবার

নওগাঁ : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালের বেডে অস্বাভাবিক যন্ত্রণায় কাতরাচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ফিরোজ আলী। তাকে চিকিৎসা দিতে ব্যস্ত চিকিৎসকরা।

এর মধ্যেই দুর্ঘটনায় নিহত তার ছয় মাস বয়সী ছেলে সন্তানের গালে চুম্বন দিয়ে শেষ বিদায় জানিয়েছেন বাবা ফিরোজ আলী। এমন হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছেন নওগাঁর মান্দা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সরা।

গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে নওগাঁর মান্দা উপজেলায় পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আলী (৩৫), তার স্ত্রী রেশমা খাতুন (৩২) ও মেয়ে ফারিয়া (৮)।

ঘটনাস্থলেই মারা যায় ফিরোজ আলীর ছয় মাস বয়সী ছেলে ফারাবি। ঈদের ছুটি কাটাতে স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে সপরিবারে গ্রামের বাড়ি পত্নীতলা উপজেলার চকগোছাই গ্রামে যাচ্ছিলেন তিনি। পথে মান্দার বিজয়পুর এলাকায় তারা দুর্ঘটনার শিকার হন।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত