জুন ৭, ২০২৩ ১:৪৬ সকাল



আত্নহত্যার আগে মাকে নিয়ে যা লিখলেন বলিউড অভিনেতা রাজপুত

৩৪ বছর বয়স।কাজদিয়ে বলিউডে নিজের জায়গা শক্ত করে নিয়েছেন। মুম্বইয়ের নিজস্ব ফ্ল্যাটে মৃত্যু হয়েছে সেই বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের৷ পুলিশের প্রাথমিক অনুমান  আত্মহত্যা করেছেন।২০০২ সালে মাকে হারিয়েছিলেন সুশান্ত সিং৷ সেই দুঃখ কিছুতেই ভুলতে পারেননি৷ তাইতো জীবনের শেষ পোস্টেও সেই মায়ের কথা বলেছেন অভিনেতা রাজপুত৷

বিনোদন সংবাদদাতা:

সাফল্য জীবনকে কী দেয়? হয়ত অনেক কিছু, তবে তার জন্য হয়ত হারাতেও হয় অনেক৷ কেউ যতই সফল হোন না কেন,সাফল্য আসার সঙ্গে জীবনের চলার পথ যে মসৃণ হয় না, তা আরও একবার প্রমাণ করলেন সুশান্ত সিং রাজপুত৷ বলিউডে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন৷ বেশ কিছু ছবি ব্লকবাস্টার হিট হয়েছিল৷ অভিনেতা হিসেবে জনপ্রিয় হয়েছিলেন তিনি৷ নতুনদের দৌড়ে অন্যতম দাবিদার ছিলেন সুশান্ত৷ মাত্র ৩৪ বছরে নিজের মুম্বইয়ের ফ্ল্যাটে মৃত্যু হল সুশান্ত সিং রাজপুতের৷ পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন তিনি৷

আরো পড়ুন-বলিউড সুপারস্টার সুশান্ত সিং রাজপুত আত্নহত্যা করেছেন

তিনি ভাবুক ছিলেন৷ সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা লিখতেন সুশান্ত৷ কখনও কল্পবিজ্ঞান নিয়ে লিখতেন তিনি, কখনও আবার মহাজাগতিক বিষয় নিয়ে দেখা যেত তাঁর পোস্ট৷ এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা করতেন তিনি৷ শেষ যে ইনস্টাগ্রাম পোস্টটি ছিল তাঁর, তাতেও যেন কোথাও সেই গভীর চিন্তার ছাপ ফেলে গিয়েছে তিনি৷ জীবনের দ্বন্দ্বের কথা উঠে এসেছে তাতে৷ ২০০২-এ মাকে হারিয়েছিলেন সুশান্ত৷ সেই দুঃখ কিছুতেই ভুলতে পারেননি৷ শেষ পোস্টেও সেই মায়ের কথা বলেছেন অভিনেতা৷

ইনস্টাগ্রাম থেকে সুশান্ত সিং রাজপুতের পোস্ট:

‘চোখের জলে আবছা হয়েছে অতীত, ভবিষ্যতের দিকে তাকিয়ে মুখে ফুটছে হাসি, আর জীবন যেন এই ভবিষ্যৎ ও অতীতের দোলাচলে কাটছে…মা’ এই ছিল সুশান্তের শেষ ইনস্টাগ্রাম পোস্ট৷ তাঁর হতাশার চিকিৎসা চলছিল৷

মৃত্যুর পর সুশান্তের ফ্ল্যাটে গিয়ে সেই সব চিকিৎসার কাগজ উদ্ধার করে পুলিশ৷ তাঁদের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন অভিনেতা৷

সূত্র: bengali.news18.com



Comments are closed.

      আরও নিউজ