জুন ৭, ২০২৩ ২:২৬ সকাল



মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া

মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া: আইনমন্ত্রী

কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা ৬ মাসের জন্য স্থগিত রেখে তাকে দুই শর্তে ছয় মাসের জন্য মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আইনমন্ত্রী আনিসুল হক আজ মঙ্গলবার তার বাসায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

এ সংক্রান্ত সুপারিশ করে আইন মন্ত্রণালয় থেকে ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

আইনমন্ত্রী বলেন, এ সময়ের মধ্য খালেদা জিয়া নিজ বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন। তিনি বিদেশ যেতে পারবেন না। অন্য হাসপাতালেও চিকিৎসা নিতে পারবেন না।

মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দিলেই তিনি মুক্তি পাবেন।



Comments are closed.

      আরও নিউজ