ডেস্ক সংবাদ:
রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে বৌদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সংঘর্ষে পাঁচ রোহিঙ্গা নিহত হয়েছে। এদের মধ্যে এক শিশু রয়েছে। রোববার এক আইনপ্রণেতা ও দুই স্থানীয় বাসিন্দার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
স্থানীয় আইনপ্রণেতা তুন থার সেইন ও আরাকান আর্মির মুখপাত্র খাইন থু খা জানান, সেনাবাহিনীর একটি গাড়িবহর ঐতিহাসিক মন্দির শহর মারুক ইউ অতিক্রমকালে আরাকান আর্মির সদস্যরা তাদের ওপর হামলা চালায়।
আইনপ্রণেতা তুন থার সেইন জানান, তিনি আহতদের চিকিৎসা দিয়েছেন।
স্থানীয় এক বাসিন্দা জানান, পাঁচ রোহিঙ্গা নিহত হয়েছে। এদের মধ্যে ১২ বছরের এক শিশু রয়েছে।
বেসামরিক নাগরিক হতাহতের জন্য খাইন থু খা মিয়ানমারের সেনাবাহিনীকে দায়ী করেছেন।
এ ব্যাপারে টেলিফোনে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা ফোন ধরেনি।
তথ্যসূত্রঃ রয়টার্স