শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

মা আমেনা বালিকা কওমি মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী দিনাজপুর থেকে:দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার শিবনগর ইউনিয়নের হাজির মোড়ে অবস্থিত মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের বিজয় দিবস সম্পর্কে অবগতিকরণ সভা, খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন শিবনগর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম মন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্দিকিয়া হোমিও হল এর স্বত্বাধিকারী ডাক্তার মোঃ সোলায়মান মন্ডল,
বিশিষ্ট ব্যক্তিত্ব মোঃ আব্দুর রহমান, মোঃ আশরাফুল আলম।
খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন পত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোঃ আজমল হোসেন।
খেলাধুলায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা।
হয় এছাড়াও সকল শিক্ষার্থীদের মাঝে সৌজন্য পুরস্কার হিসাবে একটি করে মগ ও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথিবৃন্দরা বলেন মেধাবিকাশে খেলাধুলার বিকল্প নেই, পর্দা করেও খেলাধুলায় অংশগ্রহণ করা যায় মা আমেনা বালিকা মাদ্রাসা তার প্রমাণ দিয়েছে।
আমাদের উচিত বাচ্চাদের মেধাবিকাশে লেখাপড়ার পাশাপাশি তাদেরকে মাঝে মাঝে খেলাধুলাতেও অংশগ্রহণ করানো।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত