রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

মানিকগঞ্জ জেলার ছাত্রলীগের ০৩ ইউনিট কমিটির অনুমোদন পেলো

আমিনুর রহমান, সাটুরিয়া প্রতিনিধিঃমানিকগঞ্জঃমানিকগঞ্জ জেলার শিবালয়, হরিরামপুর ও দৌলতপুর উপজেলায় আগামী তিন মাসের জন্য ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

রবিবার (০৪ ফেব্রুয়ারি) ২০২৪ ইং দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

তিন মাসের জন্য গঠিত এ কমিটিতে শিবালয় উপজেলায় নাজমুল ইসলাম জান ও হরিরামপুর উপজেলায় আমির হামজা জ্যোতি আহ্বায়ক এবং দৌলতপুর উপজেলায় এস. এম. আতায়োর রহমানকে আহ্বায়ক করে কমিটি অনুমোদন করেন।

শিবালয় উপজেলায় ১৬ সদস্যের কমিটিতে ০১ জন আহ্বায়ক এবং ০৭ যুগ্ম আহ্বায়ক ও ০৮ জন সদস্য রয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হরিরামপুর উপজেলায় ১২ সদস্যের নতুন কমিটিতে ০১ জন আহ্বায়ক এবং ০৫ জন যুগ্ম আহ্বায়ক ও ০৬ জন সদস্যের সমন্বয়ে গঠিত ।

দৌলতপুর উপজেলায় ১৫ সদস্যের কমিটিতে ০১ জন আহ্বায়ক এবং ০৮ জন যুগ্ম আহ্বায়ক ও ০৬ জন সদস্য করে কমিটি অনুমোদন করা হয়।

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম জানান, সংগঠনকে গতিশীল করতে হরিরামপুর এবং শিবালয় ও দৌলতপুর উপজেলা কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন করা হয়েছে।

সম্পর্কিত