করোনা সম্পর্কে রাজারহাট উপজেলায় বিভিন্ন অঞ্চলে চলছে মানব কল্যাণ ছাত্র সংগঠন এর জনসচেতনতা মূলক পরামর্শ ও লিফলেট বিতরন
শাহিনুল ইসলাম লিটনঃ
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় বিভিন্ন এলাকায় মানব কল্যাণ ছাএ সংগঠন আজ করোনাভাইরাস রোধের করনীয় সম্পর্কে দিনব্যাপী প্রচারণার অংশ হিসাবে জনসচেনতা মূলক পরামর্শ,লিফলেট বিতরন ও পোস্টারিং করেছেন। সচেতন হই সুস্থ থাকি, আতঙ্কিত নয় সচেতনতা জরুরী। বার বার সবান দিয়ে হাত ধোয়া, মাস্ক ব্যাবহার করা সহ বিভিন্ন রকম করনীয় সম্পর্কে লেখা দিয়ে বিভিন্ন রকমের লিফলেট বিতরন ও পোস্টারিং করেছেন। সংগঠনটির প্রচারনায় এলাকার অনেকেই সচেতন হবে বলে আশা করছেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্য বৃন্দ।তারা বলেছেন যেহেতু গ্রামঞ্চালে করোনাভাইরাস সম্পর্কে অনেকেই সচেতন নেই, তাই সকলকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে দিনব্যাপী বিভিন্ন রকমের ফেস্টুনে লিখে প্রচার ও পোস্টারিং করেছেন । তাঁদের এই মহৎ উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগন।