সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি

মানবতার দেয়াল

আব্দুর রাজ্জাক শাওন

মানবতা কোথায় গেল পাবো
এই শহরে চারিদিকে
খুঁজি আমি সব সময়
কোথাও পাইনা মানবতার দেখা।

সব কিছুই আছে ঠিক
মানুষের বিকের কাছে।
বিবেক নাড়ায় দেয়না
সময়ে অসময়ে।

এ কেমন মানুষ
কেমন সমাজ
কেমন যেন তাদের আচরণ।
দেখতে তাদের মানুষ হলেও
ভিতরটা নয় মানুষ
এ যেন আকৃতিতে মানুষ
ভিতরটা শুধু ফানুস।

সম্পর্কিত