আব্দুর রাজ্জাক শাওন
মানবতা কোথায় গেল পাবো
এই শহরে চারিদিকে
খুঁজি আমি সব সময়
কোথাও পাইনা মানবতার দেখা।
সব কিছুই আছে ঠিক
মানুষের বিকের কাছে।
বিবেক নাড়ায় দেয়না
সময়ে অসময়ে।
এ কেমন মানুষ
কেমন সমাজ
কেমন যেন তাদের আচরণ।
দেখতে তাদের মানুষ হলেও
ভিতরটা নয় মানুষ
এ যেন আকৃতিতে মানুষ
ভিতরটা শুধু ফানুস।