মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

 মাদক মুক্ত সমাজ

আমিন হাসান মোল্লা

মাদকমুক্ত সমাজ যদি তোমরা গড়তে  চাও অনাহারিদের মুখে তবু একটু খাবার দাও।

শিশুকালে অনাথ হইছে বাল্যকালে অভাব নাচে কিশোর কালে শিক্ষা পাছে দেখার মানুষ নাই।

তাইতো ওরা মাদক সেবন নিত্য করে যায়।

ভাগ্যে  ওদের লেখা ছিল অনাথ হলো তাই।

মাদক মুক্ত সমাজ গরলে বলবে লোকে সোনার ছেলে মানব সেবা করলে তবে মাদক মুক্ত সমাজ দেখতে পাবে।

সম্পর্কিত