রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

 মাদক মুক্ত সমাজ

আমিন হাসান মোল্লা

মাদকমুক্ত সমাজ যদি তোমরা গড়তে  চাও অনাহারিদের মুখে তবু একটু খাবার দাও।

শিশুকালে অনাথ হইছে বাল্যকালে অভাব নাচে কিশোর কালে শিক্ষা পাছে দেখার মানুষ নাই।

তাইতো ওরা মাদক সেবন নিত্য করে যায়।

ভাগ্যে  ওদের লেখা ছিল অনাথ হলো তাই।

মাদক মুক্ত সমাজ গরলে বলবে লোকে সোনার ছেলে মানব সেবা করলে তবে মাদক মুক্ত সমাজ দেখতে পাবে।

সম্পর্কিত