রাজবাড়ী প্রতিনিধিঃ
মাজবাড়ী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) বিকালে জেলার সোনাপুর পেঁয়াজ বাজার চত্ত্বরে মাজবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়ার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাজবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও মাজবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ হাসেম শেখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাফিজুর রহমান লিখন,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাফিজুর রহমান লিখন, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ ছানাউর রহমান ছানা, সদস্য সচিব মোঃ জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইমরান হুসাইন ইমান, সহ- সভাপতি মোঃ আব্দুস সালাম শেখ, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক খান, মাজবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কালুখালী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সুর্য্য,
মাজবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান রাজিব, প্রমুখ।
এছাড়াও কালুখালী উপজেলা, পাংশা উপজেলা, বালিয়াকান্দি উপজেলা ও মাজবাড়ী ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী -২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ হারুন অর রশিদ হারুন বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে দেশের মানুষ উল্লাস করেছে। শেখ হাসিনার পরিবার ও তার সংসদ সদস্যরা দেশের টাকা লুটপাট করেছে। রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ জিল্লুল হাকিম, তার ছেলে মিতুল হাকিম, স্ত্রী সাহিদা হাকিমের নামে দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
পরিশেষে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাতে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।