রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

মাছ নিয়ে বাড়ি ফেরা হলো না জকিগঞ্জে দেলোয়ারে

আব্দুর রাজ্জাক শাওন,সিলেট জেলা প্রতিনিধিঃ জকিগঞ্জ কুশিয়ারা নদীর ডহর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকাল আনুমানিক ৪টা সময় পূর্বজামডহর গ্রামের কুরিয়ারবন্দ ডহর থেকে প্রায় ৫০কেজি ওজনের বাঘ মাছ সহ যুবককের লাশ উদ্ধার করে জকিগঞ্জ থানা পুলিশ। এই সময় ঐই এলাকার  ইউপি সদস্য এমাদ উদ্দীন সহ এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

 জকিগঞ্জ উপজেলার আমলশীদ গ্রামের বীরমুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৩৮) বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বীরশ্রী ইউনিয়নের পূর্বজামডহর কুরিয়ারবন্দ গ্রামে কুশিয়ারা নদীর ডরে মাছ ধরতে নৌকা ও সাথে তিন জনকে নিয়ে সেখানে যান। পরে নৌকা থেকে মাছ ধরতে অক্সিজেন সাপোর্টসহ নদীতে নামেন ঐ যুবক। সাথে থাকা বাকী তিনজন অনেক্ষণ পরে ফিরে না আসায় রশি ধরে টান দিয়ে উপরে উঠান। সেই সময় এই যুবক না ফেরার দেশে চলে যান।

ইউপি সদস্য এমাদ উদ্দীন জানান, ডরে মাছ ধরতে আসা যুবকের মৃত্যু খবর শুনে তিনি সেখানে উপস্থিত হন। সেখানে এসে তিনি যুবকের লাশের সাথে একটি বাঘ মাছ দেখতে পান।

সম্পর্কিত