জুন ১০, ২০২৩ ১২:৪৪ সকাল



মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের প্রস্তুতি সভা সম্পন্ন

 

নাসিফ খান, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস-২০১৯ উদযাপন উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দীন সম্মেলন কক্ষে ওই প্রস্তুতি আলোচনা সভার সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। সঞ্চালনায় ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফিরোজ মাহমুদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী, অতিরিক্ত পুলিশ সুপার ফোরকান শিকদার, স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রায়হানা ইসলাম, সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার শফীউল্লাহ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, জনস্বাস্হ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তাবিবুর রহমান, জেলা তথ্য অফিসার আবুল খায়ের, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামীমুর রহমান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর প্রেসিডেন্ট ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্য, রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের সেক্রেটারী ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে, এম হোসেন আলী হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি, গাজী আমিনূল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট প্রবীণ সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী, গাজী আব্দুল মতিন মুক্তা, গাজী হাসান খসরু খান, গাজী মির্জা ফারুক আহম্মেদ, বীরমুক্তিযোদ্ধা ও কবি খ, ম আক্তার হোসেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনাহেনা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু, সূর্য্য বারী, ফরিদুল ইসলাম সোহাগ, জেলা জাসদের অন্যতম নেতা আবু বকর ভূঁইয়া, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ইউনিটের প্রধান মামুনুর রশীদ মামুন প্রমুখ।

এসময় জেলার বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা, আনসার-ভিডিপি কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসা’র প্রধানগণ, বীরমুক্তিযোদ্ধারা, সাংবাদিকবৃন্দ, কবি, লেখক, সাংস্কৃতিবিদ, কবি, সাহিত্যিক ও গন্যমান্য ব্যক্তিবর্গের অনেকেই উপস্থিত ছিলেন।



Comments are closed.

      আরও নিউজ