রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি
রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

মসজিদের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি

আব্দুল লতিফ সরকার,আদিতমারী প্রতিনিধিঃলালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে আজ ১৯ জানুয়ারি (শুক্রবার) ফজরের নামাজের আগে মহিষখোচা জামায়াত গোরাবায়ে আহলে হাদীস বাইতুল আমান জামে মসজিদ এর দান বাক্সের তালা কেটে টাকা চুরি করেন দুর্বৃত্তরা। শুনা যায়, মহিষখোচায় এর আগের এমন ঘটনা ঘটে বিভিন্ন মসজিদে। এখন পর্যন্ত চোরকে কেউ ধরতে পারে নাই।

মসজিদের মুয়াজ্জিন মাজেদ বলেন, আজ শুক্রবার (১৯ জানুয়ারি) আমি ফজরের আযান দিতে এসে দেখি দান বাক্সের তালা কাটা দুর্বৃত্তরা তালা কেটে টাকা নিয়েছে।
মসজিদের উপদেষ্টা ও সাবেক মেম্বার মোঃ ফারুক মিয়া বলেন, অভিযোগ পেয়েছি, জরুরিভাবে চোর ধরার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মসজিদের সভাপতি আব্দুল কুদ্দুস মাস্টার বলেন, আজ শুক্রবার নামাজ পড়তে এসে শুনলাম, জরুরি চোর ধরার ব্যবস্থা করতে হবে।

সম্পর্কিত