শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ময়লা কুড়াতে গিয়ে ককটেল বিস্ফোরণে ঝলসে গেল বৃদ্ধের হাত-পা

মোঃ তৌফিক হাসান, কাহালু (বগুড়া) প্রতিনিধি:
ময়লা কুড়াতে গিয়ে বগুড়ার রেলস্টেশন এলাকায় ককটেল সদৃশ্য বস্তু বিস্ফোরণে মোজাম প্রামানিক (৭০) নামে এক বৃদ্ধের দু হাত ও পা ঝলসে গেছে। শুক্রবার বিকেলে রেলস্টেশনের উত্তর দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন আছেন।

মোজাম প্রামানিক জয়পুরহাটের কালাই উপজেলার ইটাইলের বাসিন্দা। তবে বর্তমানে বগুড়ার সোনাতলা তালতলা এলাকায় বসবাস করেন এবং বগুড়া শহরে ময়লা-আবর্জনা থেকে ভাঙারি মাল কুড়িয়ে বিক্রির কাজ করেন তিনি।

বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ। তিনি জানান, ওই বৃদ্ধ ময়লা কুড়ানোর কাজ করেন। স্টেশনের পুরোনো রেললাইন এলাকার ময়লার মধ্যে ঘাটাঘটি করছিলেন। এমন সময় কোনো পরিত্যক্ত ককটেল বা বিস্ফোরক জাতীয় কিছু তার হাতে আসে। বৃদ্ধ মানুষ বুঝতে পারেননি, নাড়াচাড়া করতে গিয়ে ওটা বিস্ফোরিত হয়। পরে তাকে স্থানীয়রা শজিমেক হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করায়।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত