শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহের বাসা থেকে তুলে নেয়ার ৫ দিন পর রূপগঞ্জ থানার মামলায় কারাগারে আশিকুর রহমান

 

তাওহীদ হাসান স্টাফ রিপোর্টার,

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ময়মনসিংহের ভাড়া বাসা থেকে তুলে নেয়ার ৫ দিন পর নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর মামলায় কারাগারে সন্ধান মিলে যুবক আশিকুর রহমানের। জানা যায়, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের ভালকী নয়াপাড়া গ্রামের মাহমুদুল্লাহ হেলালের পুত্র মো. আশিকুর রহমান (২৭)। ময়মনসিংহ শহরের আকুয়া মরলবাড়ী এলাকায় ভাড়াটিয়া বাসা থেকে তাকে গত ৭ই ডিসেম্বর ভোর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ৫/৭ জন এসে তুলে নিয়ে যায়। ওই বাড়ির মালিক বীর মুক্তিযোদ্ধা এস, এম আব্দুর রব এবং আশিকুর রহমানের পিতা মাহমুদুল্লাহ হেলাল জানান, থানা, ডিবি ও র‌্যাব অফিসে খোঁজ নিয়ে সন্ধান পাননি তারা। পরে ১২ই ডিসেম্বর জনৈক আইনজীবী পরিচয়ে এক ব্যক্তির মোবাইল ফোনে জানান, ওই যুবক নারায়ণগঞ্জ কারাগারে আছেন। মামলার নথিপত্র থেকে তার পরিবার জানতে পারে, র‌্যার-১ এর জেসিও ৯৫১৩ নায়েক সুবেদার মো. রফিকুল ইসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা কাঞ্চন ব্রীজের পশ্চিম পাশে ৩০০ ফিট হাইওয়ে রোডের দক্ষিণ পাশে ব্রাহ্মণখালী অজুফা খালার ভাতের হোটেল থেকে গোপন সংবাদের ভিত্তিতে সরকার নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যরা অবস্থান করছে, জানতে পেরে পলায়ণের চেষ্টা কালে আসামীদের ধৃত করে গ্রেফতার দেখানো হয়।
পরে সন্ত্রাসবিরোধী আইনে আশিকুর রহমান সহ ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে ২০০৯ (সংশোধনী) ২০১৩ এর ৬(২) এর ঈ/৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। রূপগঞ্জ থানার মামলা নং ২১/৭৭৫ ।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত