সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

উত্তরবঙ্গের সংবাদ ডেস্কঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন শুরু হয়েছে গণনা। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

দিনভরই বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন অনিয়মের মধ্য দিয়ে ভোট হয়েছে। সবচেয়ে বেশি অভিযোগ ছিল ঢাকা-১ আসন নিয়ে। সেখানে লাঙ্গল প্রতীকের কর্মী-সমর্থক-ভোটাররা নানাভাবে নাজেহাল হয়েছেন। চেষ্টা হয়েছে ব্যাপক জাল ভোটের।

এছাড়া নরসিংদী, কুমিল্লা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানের কেন্দ্রেও অনিয়মের অভিযোগ এসেছে।

নির্বাচনে ২৯৯টি আসনে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। ১ হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এতে অংশ নেয় ২৮টি রাজনৈতিক দল। নওগাঁ-২ আসনে এক প্রার্থীর মৃত্যুতে ওই আসনটির ভোট স্থগিত ছিল।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৩ লাখ ৩২ হাজার ৯৩৪ জন। যার মধ্যে পুরুষ ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ৩১১ জন, নারী ৫ কোটি ৮৭ লাখ ৩৯ হাজার ৭৭৫ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৮ জন। তবে কত শতাংশ ভোট পড়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সম্পর্কিত