শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ভোগডাঙ্গায় আয়োজিত হলো সড়ক দূর্ঘটনা রোধে সচেতনতামূলক প্রচারণা

রাইসুল ইসলাম নোমান :ট্রাফিক বিভাগ, জেলা পুলিশ কুড়িগ্রামের আয়োজনে সদর উপজেলার ভোগডাঙ্গা মডেল কলেজ মাঠে সকাল ১০ ঘটিকায় সড়ক দূর্ঘটনা রোধে ভোগডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী দের নিয়ে সচেতনতামূলক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার  আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম মহোদয়। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
আলোচনা সভায় জেলা পুলিশ সুপার মহোদয় জনসাধারণ কে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ প্রদান করেন। এছাড়াও আলোচনা সভায় বক্তারা সড়ক দূর্ঘটনা রোধে জনসচেতনতার উপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে ইউনিয়নের পাটেশ্বরী বাজারে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাধ্যমে সড়ক দূর্ঘটনা রোধে বিভিন্ন প্রচারণা মূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়।

সম্পর্কিত