মার্চ ২৩, ২০২৩ ১১:৪৬ বিকাল



ভূরুঙ্গামারী সীমান্ত থেকে মহিলার লাশ উদ্ধার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা:
ভূরুঙ্গামারীতে ভারতীয় সীমান্তের জিরো পয়েন্টের কাছে জরিনা বেগম (৩০) নামে এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় ভূরুঙ্গামারী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
জানাগেছে, উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী পশ্চিম বাগভান্ডার গ্রামের মিজানুর রহমানের স্ত্রী জরিনা বেগম রোববার থেকে নিখেঁাজ ছিলো। সোমবার সকালে ভারতের সাহেবগঞ্জ এলাকার জিরো পয়েন্টের কাছে একটি নালার পানিতে পরে থাকা অবস্থায় লাশটি স্থানীয় লোকজন দেখতে পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে ভূরুঙ্গামারী থানায় নিয়ে আসে।
ভূরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির জানিয়েছেন, মৃত জরিনা বেগম মৃগী রোগী ছিলেন। ভারতীয় কোন কবিরাজের কাছ থেকে ঔষধ আনতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পরে তার মৃত্যু হতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারনা করছেন।



Comments are closed.

      আরও নিউজ