মার্চ ৩১, ২০২৩ ১২:৪২ বিকাল



ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শত বর্ষ উদযাপন

ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ঐতিহ্যবাহী ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের গৌরবের শতবর্ষ পূর্তি উৎসব পালন শুরু হয়েছে।
শতবর্ষ উদযাপন উপলক্ষে রোববার সকালে বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভা যাত্রায় বিদ্যালয়ের নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। শিক্ষার্থীদের পদচারণায় বিদ্যালয় মাঠ মিলন মেলায় পরিণত হয়। শতবর্ষ উপলক্ষে বিদ্যালয়কে বর্ণিল আলোক সজ্জায় সজ্জিত করা হয়। দুই দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে জাতীয় পতাকা ও উৎসব পতাকা উত্তোলন, নবীন-প্রবীণ শিক্ষার্থীদের স্মৃতিচারণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ্য সদস্য আছলাম হোসেন সওদাগার, জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, জেলা প্রশাসক সুলতানা পারভীন, জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী,ওসি ইমতিয়াজ কবির প্রমুখ। সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার ও শত বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মোজাম্মেল হক।



Comments are closed.

      আরও নিউজ