জুন ৯, ২০২৩ ১১:৪২ বিকাল



ভূরুঙ্গামারীতে মা সমাবেশ অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই মা সমাবেশের অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এস মাজেদা বেগম। প্রধান শিক্ষক লুৎফর রহমান, বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ বক্তব্য প্রদান করেন। আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের পাঠ্যবই এর
পাশাপাশি নৈতিক শিক্ষার উপর মায়েদের সচেতন হওয়ার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে বাল্য বিবাহ করবো না বলে মেয়েরা শপথ নেয়। অপর দিকে বাল্য বিবাহ দেব না বলে মায়েরা শপথ নেন। পরে শিক্ষার্থীরা পানি দিয়ে মায়ের পা ধুয়ে সম্মান জানায়।



Comments are closed.

      আরও নিউজ