মার্চ ২৩, ২০২৩ ১:২৯ বিকাল



ভূরুঙ্গামারীতে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশের ভবিষ্যত প্রজন্মকে মেধাবী ও শিক্ষিত করতে বিশ্বব্যাংক কাজ করে যাচ্ছে

ভূরুঙ্গামারীতে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর
বাংলাদেশের ভবিষ্যত প্রজন্মকে মেধাবী ও শিক্ষিত
করতে
বিশ্বব্যাংক কাজ করে যাচ্ছে
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
বাংলাদেশের ভবিষ্যত প্রজন্ম যাতে মেধাবী ও শিক্ষিত হয় এজন্য
সরকারের সাথে বিশ্বব্যাংক বাংলাদেশ কাজ করে যাচ্ছে।
বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশ সরকারের গৃহীত কার্যক্রম গভীরভাবে
পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে দ্রুত বাংলাদেশ একটি উন্নয়নশীল
জাতিতে পরিণত হয়। শনিবার সকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী
উপজেলার ইনকাম সাপোর্ট পো্রগ্রাম ফরদ্যা পুরেষ্ট- যত্ন
প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন কালে বিশ্বব্যাংক বাংলাদেশের
কান্ট্রি ডিরেক্টর মিসেস মার্সি মিয়াং টেম্বন উপরোক্ত কথা
বলেন। এসময় প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) শেখ মোঃ কাবেদুল
ইসলাম, উপ-পরিচালক (উপসচিব) মোঃ মনিরুল ইসলাম, উপজেলা
নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী সহ
বিশ্বব্যাংকের ১২ সদস্যের গঠিত পরিদর্শন কমিটি উপস্থিত
ছিলেন। কান্ট্রি ডিরেক্টর বিশ্বব্যাংকের অর্থায়নে নলেয়া
কমিউনিটি ক্লিনিক, তিলাই ইউনিয়নে পরিচালিত শিশুর পুষ্টি
ও মনো দৈহিক বিকাশের কার্যক্রম এবং সর্বশেষ সদর ইউনিয়ন
পরিষদ কার্যালয়ে উপকার ভোগি মায়েদের মধ্যে আঙ্গুলের ছাপের
মাধ্যমে অর্থ প্রদান করেন। উল্লেখ্য, বিশ্ব ব্যাংকের অর্থসহায়তায়
যত্ন প্রকল্পের মাধ্যমে উপজেলার দরিদ্র মা ও শিশুদের পুষ্টি এবং মেধা
বিকাশে চিকিৎসা ও অর্থ সহায়তাসহ বিভিন্ন কার্যক্রম
পরিচালনা করে আসছে।



Comments are closed.

      আরও নিউজ