জুন ৭, ২০২৩ ১:৩০ সকাল



ভূরুঙ্গামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ১৮.১.২০২০
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রেজাউল (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার পাথরডুবী ইউনিয়নের চান্দিয়া বাজার এলাকার নুরুন্নবীর পুত্র। সে পেশায় একজন লেদ শ্রমিক। জানাগেছে নিহত ঐ যুবক লেদের দোকানে কাজ শেষে বাড়ী ফেরার পথে রাত সাড়ে নয়টার দিকে ভূরুঙ্গামারী বাগভান্ডার রোডের কদম তলা নামক স্থানে পৌছলে অপর দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক (বরগুনা ট-১১-০০০১) ধাক্কা দিলে সাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকটির পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই প্রাণ হারায় রেজাউল। উত্তেজিত জনতা জামতলা মোড়ে ট্রাক ও তার চালককে আটক করে । ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সততা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে এবং ট্রাক ও তার চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাক চালক শাহজাহন আলীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



Comments are closed.

      আরও নিউজ