শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ভূরুঙ্গামারীতে গাঁজার গাছসহ আটক ১

মিজানুর রহমান কুড়িগ্রামঃজেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসাবে ভূরুঙ্গামারী উপজেলার ২ নং শিলখুড়ী ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা (ঝালবাজার) এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য ১ টি গাঁজার গাছসহ ১ জন মাদকব্যবসায়িকে আটক করেছে থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ জানুয়ারি) রাত ০১.৪৫ ঘটিকার সময় ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুনসহ ভূরুঙ্গামারী থানার এসআই (নিরস্ত্র) মোঃ শাহিন আল মামুন, এসআই (নিরস্ত্র) মোঃ এনামুল হক, এ,এস,আই পরিতোষ কুমার সরকার, এ,এস,আই সনাতন সঙ্গীয় অফিসার ফোর্স সহকারে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় ভূরুঙ্গামারী থানাধীন ২ নং শিলখুড়ী ইউনিয়নে দক্ষিণ ধলডাঙ্গা (ঝালবাজার) অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানাধীন ঝালবাজার এলাকার মৃত জাফর আলীর ছেলে মোঃ হামিদুল ইসলাম ওরফে (চল্টু) এর বাড়ির টিউবয়েলের পার হতে একটি নিষিদ্ধ ঘোষিত মাদকদ্রব্য গাঁজার গাছসহ মো: হামিদুল ইসলামকে আটক করে থানা পুলিশ। এসময় ঘটনাস্থালে পুলিশের উপস্থিতি টেরপেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা কালে তাকে আটক করা হয়।ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে একটি নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজার গাছসহ ১ মাদককারবারিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব‍্যাহত থাকবে।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত