সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ভূরুঙ্গামারীতে গলায় ফাঁসি দিয়ে যুবকের আত্মহত্যা

সমাপ্তি ইসলাম সপ্না,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যার অভিযোগ উঠেছে ।

১২ মার্চ (মঙ্গলবার) সকালে তার নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মৃত জুয়েল মিয়া (৩৫) উপজেলার সদর ইউনিয়নের ঈশ্বর বরুয়া এলাকার বীর মুক্তিযোদ্ধা ফজু মিয়ার পুত্র।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সে মানসিক ভারসাম্যহীন, সকালে নিজ বাড়িতেই গলায় রশি দিয়ে সে আত্মহত্যা করে।

সংশ্লিষ্ট ইউপি সদস্য শহিদুল ইসলাম আত্মহত্যার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

ভুরুঙ্গামারি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সে হাফ মেন্টাল, তার ভাইও একটা পাগল আছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা হবে।

সম্পর্কিত